T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় সীমা রাহা

অঙ্গীকার
শুধুই মোটে সকাল কেন, রাত্তিরও তোর হোক
তিলোত্তমার বিচার চেয়ে বাড়ছে মেয়ের রোখ।
যে মেয়েটা প্রত্যেকদিন লুকোয় ইচ্ছে ডানা!
নতুন ভোরে সেই মেয়েটার হেরে যাওয়ায় মানা।
নৃশংসতার বুনছো চাদর, ঢাকতে চাইছো ক্ষত!
বিষাচ্ছে ক্ষত, বুঝছে মানুষ, কতেক তুমি সৎ?
চারিদিকে অনন্ত রব, জাগছে সবাই আজ
অনাচারের হিসেব নিতে পড়ছে রণ সাজ।
দিক-বিদিকে জ্বলছে মশাল, উঠছে কলরব
চাইছে হিসাব অনাচারের, জটিল ধাঁধার শব!
মানুষ যখন গর্জে ওঠে, আন্দোলনের ঢেউ
শাস্তি নামে খাঁড়ার ঘায়ে, বাঁচবে না তো কেউ।
চোখের জল আজ শুকিয়ে গেছে, বজ্র কঠিন হাত
ছিনিয়ে নেবই জিত আমাদের, থাকলে সবার সাথ।
চিৎকারটা হোক জোরালো, কাঁপুক দোষীর দল
মানুষ যখন অস্ত্র তোলে, ফুরোয় সকল ছল!