T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় পাভেল আমান

হোক প্রতিবাদ
বিবেকটাকে আবারো জাগাও
গর্জে ওঠার পটভূমিকায়
সমাজ জুড়ে চলতে থাকা
অবিরাম অঘটনের ঘনঘটায়।
অনুভবের প্রসারিত দৃষ্টিতে
উপলব্ধির মরমী চেতনায়
আবারো হোক প্রতিবাদ
পারিপার্শ্বিক অন্যায়ের বিরুদ্ধে।
রক্তমাংসের শোণিত ধারায়
মনুষ্যত্বের তীব্র উন্মাদনায়
নিরন্তর বইতে থাকুক
বিদ্রোহের অনির্বাপিত মশাল।
সর্বত্র ছড়িয়ে পড়ুক
মানবতার সমবেত কলরব
একটাই মুখরিত স্লোগান
অত্যাচারীর বিচার চাই।