T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় চন্দ্রশেখর ভট্টাচার্য

তোমার খুনিরা ফাঁসিতে ঝুলুক
আয়, ছুটে চল্ সব মেয়ে, ধরে রাখ্ হাতে হাত
আজ দৌড়াবো পথে পথে, দখল করবো রাত ।
আমিও একটা মেয়ে, আজ রুখে দেব সন্ত্রাস
লাগবে না কোনও ঝান্ডা, আমি দুষ্টের সর্বনাশ।
আজ অন্ধকারকে ভেঙে, করে দেব খান খান
যারা নিশাচর দুর্বৃত্ত, তাদের ফাঁসিতে ঝুলুক প্রাণ।
আমারও রয়েছে মেয়ে, আমিও মেয়ের মা
আমার মেয়েকে এইভাবে, আমি খুন হতে দেব না ।
দেখি, কার বুকে কত রক্ত, কে সরায় আমাকে পথ থেকে
আমি সারারাত বসে থাকবো, আর প্রতিবাদ হবে চারদিকে ।
তিলত্তমা, তুমি একা নও, দেখ আমরাও আছি জেগে
তোমার খুনিরা ফাঁসিতে ঝুলুক, শক্তিপুজোর আগে ।