T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় অর্ঘ্য দত্ত

বিচার চেয়ে
চোখের জলের বৃষ্টি নেমেছে, বাজ চমকায় ক্রোধে
শ্লোগানের ঝড় বিচার চাইছে, বুকে ভলকানো ওদের
ছিনিয়েছে রাত ঝেড়ে ফেলে ভয়, শিকল ভাঙছে মেয়ে
দিকে দিকে শোনো বাজায় শঙ্খ, প্রতিবাদী গান গেয়ে
ওফেলিয়া হোক, অথবা রেবেকা, দুর্গা কিংবা লক্ষ্মী
ওরা জেনে গেছে, এমনই ঘটবে ভক্ষক হলে রক্ষী
কাকে চমকাও? কাকে ধমকাও? কাকে দেখাচ্ছ ভয়?
শাস্তি চাইছে অপরাধীদের, অন্যায্য কিছু নয়
আজ স্ফুলিঙ্গ, কাল দাবানল, আলোয় ভরবে অমা
অন্ধ শাসক, শুধু মনে রেখো কেউ করবে না ক্ষমা!