কাব্যানুশীলনে তপন মাইতি

পুজোর মধ্যেই
লাল গোলাপী হালকা শাড়ি জানলার পাশে
কোলে আঁচল দেবী চোখে লাগছে ভালো
ফুলের সুবাস চাঁদের মত যেন হাসে
অষ্টমীর দিন মেট্রো রেলে ছড়ায় আলো।
এক নজরে দেখছি তোমার আকাশটাকে
খুব পছন্দ মনের মধ্যে তোলপাড় জাগায়
গোলাপ রঙা দ্যুতি ছড়ায় ঠোঁটের ফাঁকে
লাজুক চোখ নামিয়ে দেওয়া একটু রাগায়।
এই তো দেবী বসে আছেন জানলার পাশে
শিউলিফুল জ্যোৎস্না ভাসে দেবীর গায়ে
দখিন হাওয়া দোলা লাগায় সাদা কাশে
দিনের বেলা চাঁদ সৌন্দর্যে মুগ্ধ দায়ে।
নেমে গেলে মহানায়ক উত্তম কুমার
দেবী গড়ন কুমোরটুলির গড়া হাতে
কোথায় যেন স্বপ্ন ভেঙে হল চুরমার
অঞ্জলী ফুল তুলবে কি আর একই পাতে?
মনের মধ্যে কি আলোড়ন করছে কেন?
মনের পুজোয় ঢাকটি বাজাও তুমি যেন…
মন বৃদ্ধাবাস শিশুশ্রমিক ভালবেসে
ভালো থাকুক সবাই সুখে যাবেই ভেসে।