কবিতায় তাপস মাইতি

হারিয়ে যাওয়া দিন
কোথায় খুঁজতে বলো
আমাদের সেই হারিয়ে যাওয়া দিন
পাখিরা আকাশ ওড়ায় নীলের ভেতর
গাছেরা সবুজ ওড়ায় প্রান্ত সীমায়
দুদন্ড কোথায় গেলে
সেই নদীর তীর ধরে তুমি ঢেউ
আমি স্রোত হয়ে বইছি
ফিরে পাবো কি তেমনি করে
মেঘে হারিয়ে যাওয়া সেই চাঁদের মুখ
একদিন বর্ষার খাঁচায় খুঁজে পাওয়া গিয়েছিল
তাও খুঁজছি আমি
পাথর চাপা ঘাসেদের কাছে, যারা ভুলে গেছে
ভূত- ভবিষ্যৎ- বর্তমান।