সম্পাদকীয়

নীল উঠোনে পলি জমেছে। পরতে পরতে পলি, সে পলি গলে গতকাল ধারা ঝরেছে সারারাত। শহরটা একেবারে নতুন সাজে, যেন নীল কাঞ্জিভারামে মুড়ে রেখছে নিজেকে। পিঠ ছাপান এলো চুল ছড়ান। প্রসাধন উঠে গেছে। চোখের কাজল ম্লান হয়েছে। কণ্ব মুনির আশ্রম বালিকা যেন।
আজ দেখছি নীল কাঞ্জিভারামখানা বদলে সে ছাই রঙা ঢাকাইখানি পড়েছে। হাতের চুড়িতে সোনালী ঝিলিক।
বিকেলের দিকে নীল উঠোনের পানে তাকিয়েছিলাম।তা সে উঠোনে পলি নেই এখন। কোন এক মেয়ে সে কাদা মাটি নিকিয়ে , চুলটি বেঁধে , অবিন্যস্ত আঁচলটি গুছিয়ে বাতাসের মত ফিনফিনে একটি শাড়ী পড়েছে। কপালে রূপোলী চুমকির টিপ। মেঘবালিকাদের সাথে সে কানাকানি কথা কইছে । আমাদের নিঝুম পাড়ায় সে ফিসফিসানি বেশ শোনা যায়।
শ্রাবণের আকাশ এমন করেই রূপকথা বোনে । তাঁকে দেখতে হয় ।
শুভেচ্ছা নিরন্তর ।
ইন্দ্রাণী ঘোষ।