কবিতায় বলরুমে সুজাতা দে

খিদের নেশা
ভুলত্রুটি মুছতে শিখে নিজেকে নতুনভাবে চিনি।
এই আমি সেই আগের আমি নই বুঝে অকারণ খুশি হই।
নিজেকে বাহবা দিতে চেয়ে নিজেই নিজের পিঠ চাপড়াই।
অহংকারের ঘড়া পূর্ণ হলে ফের ভুল করে ফেলি।
ভুলগুলো সাবানের ফেনা হয়ে মিশে যায় নর্দমায়। কিছু ফেনা লেগে থাকে অর্ন্তদাহে।
নিরন্তর ফুটতে থাকা বিবেকের ভিতর থেকে
মনের কোকিল কুহু ডাক দিলেই
জাগতিক কোলাহল ঠেলে উঠে আসে নির্লজ্জ্ব খিদে।
শুধুই খিদে, হাহাকার করা একবুক খিদে।
খিদে ছেড়ে বের হতে গিয়ে মুখ থুবড়ে পড়ি,আছাড় খাই।
বারবার একই খিদে পরাজিত করে কিন্ত
ফের আমার কর্মক্ষমতাকে বজায় রাখে।
তবে কি খিদেও একপ্রকার বদ নেশা?