কবিতায় শুভজিৎ দাস দাঁ

পাণ্ডুলিপি ভেসে যাচ্ছে অবন্তিকার জলে
অবন্তিকা বৃষ্টি হতে ভালোবাসে,
আমি ছায়াটাকে আঁকড়ে ধরি মিলিয়ে যাওয়ার আগেই,
আমার নিজস্ব বলতে এটুকুই,
আর কিছুটা গভীরে বয়ে চলা একমাত্র আবেগী নদী-
ব্যস…
বাকি যা কিছু ছিল বা আছে সবই সার্বজনীন কবিতার পাণ্ডুলিপি।
ছুঁইনি কখনো
তবু ঋণ রেখে গেছি অনুচ্চারিত অনুভবে,
মৌনতার স্পর্ধায়…
জলকণায় ছেঁড়া ছেঁড়া মেঘ,
প্রবাসী নীল-পাহাড়,
পাণ্ডুলিপি ভেসে যাচ্ছে অবন্তিকার জলে।