কবিতায় রত্না দাস

অধরা ছায়া
সব রোদ্দুরগুলোর সাথে জড়িয়ে থাকে ছায়া। কেউ পায় কেউ পায় না। ধরতে চায় সবাই—
হাত ফস্কে চলে যায় এদিক ওদিক।
কিছু ছায়া উড়াল দেয়। কিছু ঘন হয়ে ছাতের প্রান্তে…
… তখন হাওয়া বয় উতল…
বাতাসে ফিসফাস কিছু কানাকানি। যেন কোন গোপন খবর জানাজানি—
পূর্ণিমা রাতে ছায়া ভাসে প্রান্তরে। ভাসে গান
“আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে।”
জীবন বয়ে যায় ছায়ার পিছু পিছু।
তবু সে আধেক ধরা বাকি আধেক রয়ে যায় কিছু।
যা রয়ে গেল তার তরে কেন মন কেমন!
যা পাওয়া গেল তাই থাক না হাতে!