কবিতায় বলরুমে সুদীপা বর্মণ রায়

বৃষ্টিতে
যেদিন চলে গেলো বসন্ত
জানিয়ে বিদায় সম্ভাষণ,
এই পর্যন্তই থাক–
বাকিদিন একলা চলার
অভিযোগ ,অভ্যেসে পরিণত হোক।
সেদিন থেকেই জানা
অসহ্য অসহায় সময়
অতিক্রম করতে হবে।
বাইরে ফুটেছে গ্রীষ্মের
জুঁই ,বেল,টগর
অন্তরে ফুটিফাটা জমি।
ওষ্ঠের হাসি ছুঁতে
পারেনা চোখের কাজল।
কতদিন বিকেল শেষে
কালো মেঘ আকাশে
শুকনো পাতা ওড়ে।
বৈরাগী বিবাগী বাতাসে।
ধুলোর ঝড় ঘেরে।
তবু বৃষ্টি আসেনা।
কদম ,অলকানন্দার কুঁড়ি
আকুল আহ্বান জানায়।
ফিরে এসো বৃষ্টিতে
বুকের শুকনো জমিতে
অঙ্কুরিত করো প্রাণ
আর একবার ভিজিয়ে
নাও তোমার সাথে।
বজ্রপাতের তীব্র ভয়
অনুভব করি একবার।
সময় ,স্থান গৌণ
আসলেই চাই ভিজতে
শুধু তোমার সাথে
এক পশলা বৃষ্টিতে।