কবিতায় শুভজিৎ দাস দাঁ

আঁধারের নোনা জল
প্রাচীন সুড়ঙ্গ থেকে আদিমতার ঝাঁঝালো গন্ধটা ইতিহাসকে কাছে ডেকে এনেছিল,
দুঃখের সান্নিধ্যে নীরবতার নতুন নাম দিয়েছিল আঁধারের নোনা জল-
সে নাম ছিল দুখজাগানিয়া…
জাহাজডুবির ঠিক আগে যে নাবিক পৌরাণিক সুরে
তার ভায়োলিনে জীবনের শেষ মুহূর্তের অর্থ খুঁজেছিল,
আবছা হয়ে গেছে তার প্রতিজ্ঞাবদ্ধ মুখ।
মাস্তুলে পড়ে আছে সেই ভায়োলিনের ছেঁড়া তার,
জলজ চিহ্ন,
তীব্র বাতাসের ঘ্রাণ ছায়া হয়ে হেঁটে যাচ্ছে মেঘাচ্ছন্ন পথে।
গভীরের সব জল আদিমতার শেষ লগ্নে ফিরে যেতে চাইছে,
আঁধারের ঠিকানায় পাঠিয়ে দিয়েছি তাই নীল দুঃখগুলো,
বোধহীন সুখস্নানে ওদের বিষমুক্ত করো।