কবিতায় সংঘমিত্রা ভট্টাচার্য

পথ চলা বড়ো দায়
মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে চলে যাই কোনো ধূসর প্রান্তরে কিংবা নীল কুয়াশায় ঘেরা কোনো পাহাড়ী ঝোরার পথে।
স্থূল সত্তা আর স্থূল চেতনা নিয়ে পথ চলা বড়ো দায়।
বাউল মন হেঁটে চলে গাঁয়ের পথে।
মস্তিষ্কের ভেতরে খেলা করে শত শত যন্ত্রণা।
কোপাই নদীর ধারে কেটে যায় অলস সময়।
তাই হয়তো আজও নিজের কাছে নিজেই এক অবোধ্য অনুভব।
তবুও নেশায় মাতাল ঝাউবনের পাতা।
তারই মাঝে স্মৃতির অতলে ভেসে যায় সংক্ষিপ্ত জীবন।