কবিতায় নূপুর রায় (রিনঝিন)

ধরিত্রী মা
জল মাটি গাছ
প্রিয় আপনজন
আকাশ পাতাল ভাবনা
আছে প্রয়োজন।
ক’জন সুজন ভাবে
করবে বনসৃজন!
ধ্বংসলীলায় মত্ত
চলছে বৃক্ষচ্ছেদন!
কে কী করে করুক
ভাববো তুমি আমি
সুজলা সুফলা থাকুক
সুন্দর শ্রেষ্ঠ ভূমি।
নিজের নিজের কাজ
করবো সঙ্গোপনে,
জনমত বহির্ভূত
দিখাওয়া বিজ্ঞাপনে।