কবিতায় নবকুমার মাইতি

বিদ্রোহী প্রেমিক নজরুল
তুমি শুধু বিদ্রোহী নও, মানব প্রেমিক
সন্ন্যাসী নও সৈনিক, গৈরিক বাস
সমাজের অসীম দারিদ্র্য বঞ্চনা লাঞ্ছনায়
স্তব্ধ হয়নি তোমার ক্ষুরধার লেখনীর
সোচ্চার প্রতিবাদ। অসাম্য ধর্মান্ধতা অপ্রেমের
নিগড় ভাঙতে এক হাতে বরাভয় অন্য হাতে অসি।
মন্দির মসজিদ কাবা, কোরাণ পুরাণ-
‘এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’-
ভাবনায় জীবন দর্শনে অভেদ সুন্দরের
আবাহন। মা ও আম্মাজান দুই ধারা
সন্তান স্নেহে যারা দেবী ও সর্বহারা
ধ্বংসের মুখে পৃথিবী, বিশ্ব মানবতাবোধ
ঐ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, জীবনের কাল
যেন শেষ হয়। তবু তুমি নজরুল
সৃষ্টির মহানন্দে মহাবীজ করেছ রোপন
আঁতুড়ে শিশুর মৃত্যু, অশ্লীল বিষণ্ণ রাত্রি
প্রসন্ন সূর্যের দিকে অবিনাশী উজ্জ্বল প্রত্যয়ে
মানবতার জয়গান। অগ্নিবীণা, বিষের বাঁশি
গান লিখেছ রাশি রাশি। মুছে নারীত্বের অপমৃত্যু
ফুটিয়েছ প্রেমের পারিজাত, শাশ্বত সুমহান
কীর্তির চেয়েও তুমি অগ্রগামী
তোমার প্রতি জানাই আমার অযুত নমস্কার।