ক্যাফে কাব্যে সুজিত চট্টোপাধ্যায়

নিরুদ্দেশ
হারিয়ে সবাই যায়…
হারিয়ে যাওয়া কিছু নতুন কথা নয়।
দিনে হারাই,
রাতে হারাই
পলে হারাই,
পলকে হারাই।
আসলে আমরা সবাই চাই এই হারিয়ে যাওয়াটাই।
কাছের মানুষের থেকে হারাই,
দূরের মানুষের থেকে হারাই,
শব্দে হারাই,
দৃশ্যে হারাই ,
অদৃশ্যে হারাই,
নিজের থেকেও
নিজেই হারাই;
আমরা সত্যিই বোধহয় একটা ” যাচ্ছেতাই “।
হারানোটা এখন আর কোনো নতুন কথা নয় ,
‘নিরুদ্দেশ ‘ শব্দটা
ল্যাম্পপোস্টে সাটা,
একটা অস্পষ্ট ছবিসহ
মানুষটার দৈহিক বিবরণ…
কিংবা টোটোর মাথায়
লম্বা চোঙা ফুঁকে আর একটা মানুষ অবিরাম
ঘোষণা করে …
হারানো প্রাপ্তি নিরুদ্দেশের পুরস্কার ;
বিলি করে হ্যান্ডবিল।
তুমি আমি ছুটে যাই…
প্রাপ্তির সন্ধানে।
হয়তো খুঁজে পাই,
অবয়বে নিখুঁত মিল;
তবুও কি খুঁজে পাই
সেই মানুষটাকেই
হারিয়েছে যার
শৈশব, কৈশোর।
নিজেকে হারিয়ে যে
খুঁজে ফেরে মায়ের
ঘামে ভেজা স্তন দুগ্ধের স্বাদ,
খুঁজে ফেরে গোল্লাছুট,
ডাংগুলি, লাট্টু আর রয়াল মার্বেল।
একটা মস্ত ফাঁদ পাতা জালে ধরা পড়ে ছটফট করে যেন মাছরাঙা কিংবা শামুকখোল।
আসলে সে হারিয়েছে
জীবনের সমুদ্রপারে
কুড়ানো লাল নীল ঝিনুকের সম্বল।