কবিতায় পম্পা ঘোষ

কুলি মজুর
ওদের
বেশি কিছু চাওয়া নেই
বেশি দাবি-দাওয়া নেই।
এক মুঠো ভাত চায়।
মাথা গোঁজার ঠাঁই চায়।
ওদের
বেশি কিছু চাওয়া নেই।
বেশি দাবি-দাওয়া নেই।
কিছু দয়া -মায়া চায়
ক্লান্তিতে ছায়া চায়।
ওদের
বেশি কিছু চাওয়া নেই।
বেশি দাবি-দাওয়া নেই।
একখানা কাজ চায়।
সমাজের স্থান চায়।
ওদের
বেশি কিছু চাওয়া নেই।
বেশি দাবি-দাওয়া নেই।
সন্তানের সুখ চায়
কিছু লেখাপড়া চায়।
ওদের
বেশি কিছু চাওয়া নেই।
বেশি দাবি-দাওয়া নেই।
ভালো আচরণ চায়
নিরাপদ প্রাণ চায়।