কবিতায় বিশ্বরূপ রাজগুরু
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ছলনাময়ীকে(৪)
অনাদি অতীত থেকে
ভেসে আসে বাঁশির আওয়াজ।
একদিন নির্জন দুপুরে
বাঁধের পাড়ে কদম গাছের নীচে
বাঁশি হাতে একাকী দাঁড়িয়েছিলাম
আমি এক অনার্য কেষ্ট।
কষ্ট চাপা দেওয়া প্রতিটি পল জানে-
ছলনাময়ী, আমাকে আনফ্রেন্ড করার পর
তুইও খুব আনন্দে নেই।
তরঙ্গ কমে আসে
ভেসে আসে বারি সিদ্দিকী
বিরহের সুখ বিলাসিতা নিছক সান্ত্বনা।
আমাকে আনফ্রেন্ড করার আগে
তোর আঙুল কতটা কেঁপে ছিল ?
বিভাজিকা জুড়ে,খয়েরি নির্জনে কতটা
রেখেছিস আমাকে তুই
ছলনাময়ী ?