কবিতায় বলরুমে অমিত বাগল

১৫৫তম জন্মবার্ষিকীতে কমরেড লেনিন, তোমাকে

তোমাকে ঠিক সেভাবেই ,আগের মতোই —
যদি চাই
যেনো পাই
জীবনে
যাপনে–

পথের শপথে

আমার তো কিছু নেই একবুক বিশ্বাস ছাড়া

শ্বাস গো শ্বাস
আমার শ্বাস বুঝলেনা?

ওরা জ্বালিয়ে-পুড়িয়ে দিয়ে গেসলো
আমাদের অতি সামান্য ঘর-দোর,বাবার কতো কষ্টের কতোযে অসাধ্যের চেয়ার

কুপি জ্বেলে সভা হোতো বড় গোপনীয়,বড়ো মায়াময় সেদিনের সভা

সেই চেয়ারের সেনাপতিকে চোখের মণির মতো রক্ষা করার কথা
আমাদের শিখিয়েছে
শিখিয়েছিলো —
অসামান্যা মা, মাগো আমাদের

সেই-ই ছিলো ও বয়সে আমাদের”দ্বন্দ্বমূলক বস্তুবাদ “-এর পাঠ

এতোখানি পুড়েগেছি
আমাদের পোড়েনি তবুও মন

বাবা-মা-সাতবোনের পর আমি সেই একভাই…নত নই,চোখে চোখ রেখে কথা বলা —
চির-হেজিমনি আমাদের

সব পথই খোলা থাকে
যেনো পাহারায় থেকো তুমি
নিখিলের দীপ

“তপ্ত হল্কা ভরা আগুনের দিন”-এ
কমরেড লেনিন…

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।