কবিতায় পদ্মা-যমুনা তে রেজাউল করিম রোমেল

স্বাধীনতা

স্বাধীনতা….
তোমার জন্য
অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছিল
বিদ্রোহী বাঙ্গালী জনতা ৷

স্বাধীনতা….
তোমার জন্য
একাত্তরের নরপিশাচ ভয়ে পালিয়ে ছিল
শত প্রলোভন ছেড়ে ৷

স্বাধীনতা….
তোমার জন্য
পিরোজপুরের ছেলেহারা ছখিনা বিবি
আজো কাঁদে‐
রক্তে ভেজা জামাটি বুকে নিয়ে ৷

স্বাধীনতা….
তোমার জন্য
আজ আমরা পেয়েছি
লাল সবুজ পতাকায়
পৃথিবীর বুকে এক স্বাধীন ভূখন্ড ৷

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।