কবিতায় বলরুমে রীতা চক্রবর্তী

এসো বৈশাখ
চৈত্র নিশির শেষ প্রহরের খেয়ায়
আসে বৈশাখ নতুন ভোরের আলোয়।
ফুলচন্দন শঙ্খধ্বনির সাথে
বর্ষবরণ হবে এ সুপ্রভাতে।
এসো বৈশাখ আজকের শুভক্ষণে
শুচি হোক ধরা তোমার অগ্নিস্নানে।
জাগাও শুভ চেতনার নব আলো।
প্রাণে সাড়া দিক মানুষের যত ভালো।
এসো বৈশাখ প্রাণে দাও নব দোলা।
চির নবীনের মিলন মহোৎসবে।
দীনের কুটিরে আসুক আজ আনন্দ
অন্নপূর্ণা ফিরুক সগৌরবে।
শান্তির জলে নিমেষে ভোলাও দুঃখ।
বৈশাখী ঝড়ে উড়ে যাক যত শোক।
ক্লান্তি ও ভুল- ভ্রান্তির অবসানে
রসের আবেশে ধরা নির্মল হোক।
এসো বৈশাখ সবুজের সুরঝঙ্কারে।
নতুনজামা হালখাতা মন উন্মন।
আমের মুকুল সুগন্ধী ফুলে ধরণী
সেজে ওঠে বাগ মুখরিত বর্ষবরণ।