রাই সিরিজের কবিতায় সুব্রত ভট্টাচার্য্য (ঋক তান)

কবিতা দিবসে
জানো রাই একটি কবিতার নৌকো ভাসিয়ে দেবো
আজ মাঝ দরিয়ায়,
তুমি আমি ভেসে যাব যে দিকে দু চোখ যায়।
তুমি যাবে তো রাই আমার সাথে ?
যাবে ? তা বেশ, তা বেশ ।
হাতে কবিতার খাতা, পাশে তুমি,
অন্য পাশে সরে সরে যাবে নগর, বন্দর,
সারি সারি বট, অশ্বত্থ, হিজল গাছের ছায়া—
না জানি নতুন কত দেশ।
আজ কবিতার দিন,
তুমি পাশে থেকো রাই প্লিজ,
তোমার কণ্ঠে আজ কবিতা শুনবো
তোমার চোখে চোখ রেখে
তুমি আকাশের দিকে চোখ রেখে কবিতার শব্দগুলো
ছন্দের মালা গেঁথে সান্দ্রকণ্ঠস্বরে
বাতাসে ছুঁড়ে দেবে।
সূর্যাস্তের ছায়া মেখে
বেলা শেষের রাখালিয়া বাঁশির সুরের মতো
সায়ন্তিকা মেঘের খোঁজে
অনন্তের বুক চিরে
তোমার কণ্ঠে কবিতা কেটে যাবে
বিষণ্ণতার রাত্রির ভোরে।
আমি লিখে যাব আজ
শুধু ক্লান্তিহীন ভাবে তোমায় নিয়ে কবিতা।