কবিতায় বলরুমে অমিতাভ সরকার

ফ্লয়েডীয় কবিতা
গরমের পরে বরষা এসেছে বনে
মনের ভিতরে নেই আর কোনো খেদ
শরীরযাপনে ভাবের সাঁতার কাটা
রূপে আর গুণে দুয়েই এক, অভেদ
ঋণের খাবারে চিঁড়ে ভিজবার পর
বাইরে ও ঘরে পথ মেপে মনে হয়
ভুল করা মানে আসলে একটা রোগ
বেশি কথা বলে সময়ের অপচয়
সব দিকে জ্বালা, যেনতেন প্রকারেণ-
চারিদিকে এত দুঃখ বাড়ছে কেন?
আকাশটা খেলা, আলোয় দেখতে ভালো
ব্যবহারে ভারি, জলমেশানোর গুণ
মামুলি বিষয়ে কবিতা পসরা নিয়ে
নিঃসঙ্কোচে আমার পাশে বসুন।