T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন পল্লববরন পাল

প্রণয়ের রঙ
কী রঙ তোমার বাঁশির সুরের –
গৈরিক নাকি ফিরোজা?
মগ্নোপাসক বন্ধ দু’চোখে
এতসব যায় কি বোঝা?
কী রঙ তোমার ছটফটানির –
পিঙ্গল নাকি কাঞ্চন?
ডানাহীন এই উড়ানরঙ্গে
রঙবাজি করে প্রাণমন।
হাতের নখে কি বসন্ত মাখো?
রাধাচূড়া নাকি কৃষ্ণ?
পাহাড়ি ঝর্ণাজলে স্নান চায়
একটা বাদামি শিশ্ন।
প্রণয়ের কোনো ধর্ম আছে কি?
মুসলমান বা খৃষ্টান?
প্রণয় নিজেই মূর্ত ধর্ম
চুম্বন সে প্রতিষ্ঠান।
শরীর এখন কী রঙ চাইছে?
বাসন্তী নাকি সিন্দুর?
রোমকূপেকূপে শিউরে উঠুক
মরণ আদরবিন্দুর।
ওহো! নতুন করে প্রেম পাচ্ছে।
জীবন , চেতনা ও রং কী আশ্চর্যভাবে মিলিয়ে দিলেন পল্লবদা ।