T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় অন্নপূর্ণা দাস

একজন ব্যক্তি
একজন ব্যক্তি কি করতে পারে, নিজেকে প্রশ্ন করে রূপকথা।
রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, নেতাজী, বঙ্গবন্ধু, গৌতম বুদ্ধ, যীশু খ্রীষ্টের…
কথা মনে পড়ে।
দেশ, সমাজ, ধর্ম, নতুন আদর্শের কথা বলে…
সাহস, নতুন সাহিত্য, নতুন সৃষ্টির শিক্ষা চিন্তা নিয়ে আসে।
ইতিহাস সময় থেকে শিক্ষা দিয়ে যায়,
সমস্যা সমাধান সব সময়ই সম্ভব।
এই সব কথার মধ্যে নবনীতাকে তার আজ বেশি করে মনে পড়ে, সেই কথা ‘কি পেলাম তা নিয়ে ভাবনা নয়, কি দিলাম তাই নিয়ে ভাবা’,
দারুণ তো! এই সেই উত্তর একটি ব্যক্তিকে কেন্দ্র করে।
চিন্তা, ভাবনা, কর্ম, যা একটি ব্যক্তি করতে পারে…