কবিতায় চিরঞ্জীব হালদার

একুশের পদ্য
নেকা পদ্য
চা করেন কুকারে
ডিম ভাজা হাঁড়িতে
গোল ডিসে ভাত ফোটে
ডাল বাটে মাড়িতে।
তেঁতুল কোপ্তা দেখো
ফোটে গবগবিয়ে
করর্মা যে হয় সেকা
খাবে নাকি লোভী হে।
সুপারী ও পান দেখি
থেঁতো হয় ঢেঁকিতে
খেয়ে গড়াগড়ি দেয়
নেকা আর নেকি তে।
রাঁধুনি কে রান্নার
সে কথা তো বলেনি
চোখে দেখি সর্ষে
গাঁটে দাও ভোলিনি।