T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় পল্লববরন পাল

ভাষাহীন
ভাষার ছলনে ভুলি কী ফল লভিনু হায়
প্রতিদিন ধ্বংসলীন
নিজভাষা আয়ুক্ষীণ
ক্রমাগত পরভাষা অত্যাচারে অসহায়
সে নষ্ট ভাষার ঘায়ে বর্ণমালা বেলাইন
অপভাষা পাপভাষা
প্রাণিত এ সর্বনাশা
ঘুষাশ্রিত বেঁচে থাকা বোবা প্রতিবাদহীন
সম্বছর নিয়মিত তবুও একুশ আসে
আপন যাপনবৃত্তে প্রতি ফেব্রুয়ারি মাসে
আমার ভায়ের রক্ত অধুনা শুকনো নদী
তবু পরমান্ন হাতে নারী খোঁজে মহাবোধি