কবিতায় সংঘমিত্রা ভট্টাচার্য

হয়তো দূরে আছো তাই
হয়তো দূরে আছো তাই!
এখনো ছুঁয়ে দেখতে ইচ্ছা করে।
হয়তো দূরে আছো তাই!
শরীরের উষ্ণতায় ডুব দিতে ইচ্ছা করে।
হয়তো দূরে আছো তাই!
এখনো মন দিনে রাত্রে তোমাকেই নতুন করে ভাবে।
কাছে থাকলে এই ইচ্ছে গুলো ক্লান্ত হতে হতে থেমে যেত কোনো পথের বাঁকে।
তাই মাঝে মাঝে কিছু না পাওয়াও ভালো।
এখনো আটপৌরে দেহের ভেতরে কখনো কখনো۔۔۔۔
অঙ্গীকারে বাঁধা হৃদয় টাও প্রতিশ্রুতির মিছিলে পা মেলায়।
তবুও চেতন আর অবচেতনের যুগ্ম আবর্তে সর্বস্বান্ত হতে হতেও۔۔۔۔
ফোঁটা ফোঁটা রক্তে শিরা ধমনীতে এখনো যুদ্ধের প্রস্তুতি চলে।
তবুও ভাবলেশহীন দেহে এখনো পড়েছে বিকেলের আলো।
এখনো বৈভবের রাত পেরোলে পাওয়া যাবে ভালোবাসা কে গ্রামের মেঠো পথে।
এখন নদী আর স্রোতস্বিনী নেই।
তাই পথ হারিয়েছে মাঝ যৌবনে এসে।
তবুও মিলন আকাঙ্খার বেড়াজালে ছটপট করে।
হয়তো তাকে এখন খুঁজলে পাওয়া যাবে কুমারীর আলুলায়িত কেশে।
কিংবা রাতজাগা যুবতীর নির্ভীক যৌবনে।