T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ জয়িতা ভট্টাচার্য

ভ্যালেন্টাইনস ডে
সম্পর্ক কোনও ক্যালেন্ডার নয় যে টাঙিয়ে রাখব।সম্পর্ক যখের ধন নয় যে একটি হৃদয় মাটির নীচে পুঁতে দেব।
সমাজের মুখে আগুন দিয়ে আমরা সাতবার ঘুরপাক করব না।আমরা দুজন নড়বড়ে সাঁকোটার ওপর দাঁড়িয়ে।মাথার ওপর নেমে আসছে সাদা চাদর।বিন্দু বিন্দু ঘাম;উষ্ণ ঠোঁট;বাহুডোর পেরিয়ে তাকালে ওই পারে দেখা যায় হায়নার দল।
টাঙিয়ে রাখা কাঁচের আয়নাটা ভেঙে পড়ছে নিঃশব্দে।পায়ের তলায় কালো জল।চাঁদের বুড়ির কাছে আমরা পৌঁছে যাবোই। আজ রাতে।