T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন অমিত মুখোপাধ্যায়

‘কার ঘর প্রদীপ জ্বলেনি / কার বাছার অন্ন মেলেনি……’
এই সব খবর কেউ রাখে না। উৎসবের দেশে এক মন্দিরের কাছে নদীর ধারে জ্বলে উঠবে চব্বিশ লক্ষ দীপ। কিন্তু সেই দীপের আলোর পিছনে দেশ জুড়ে ঘনিয়ে আছে অন্ধকার। কন্যা ভ্রুণ হত্যা, পরিবারের সম্মান রক্ষায় খুন, লাগাম ছাড়া দুর্নীতি, ব্যাঙ্কের টাকা লুঠ, দেশবাসীর সম্পদ কিছু বণিকের হাতে তুলে দেওয়া, গণধর্ষণ ও খুনে অভিযুক্তদের মুক্তি, অন্য ধর্ম বিশ্বাসীদের সংখ্যাগরিষ্ঠের হুকুমে চালাবার প্রবণতা কেবল অন্ধকারকেই ঘনিয়ে তোলে। আর সেই অন্ধকার ঘনিয়ে তোলার পিছনে যুক্তি খাড়া করতে এমন কিছু দেশের তুলনা টানা হবে যারা গণতন্ত্রের পরীক্ষায় ও সুশাসনে ব্যর্থ।আজ অমাবস্যার রাতে বাংলা তথা দেশ জুড়ে কালী ও লক্ষ্মীর পুজো হবে। মাতৃপূজার দেশ আমাদের। কিন্তু নারীর অবমাননায় এ দেশ দশ কদম এগিয়ে। ধর্ষণ, পুড়িয়ে মারা, বৈষম্য, বাঁকা চোখে দেখায় কোনও দোষ দেখিনা আমরা। তবু আলোর উৎসব আসে। প্রদীপ জ্বলে। দীপাবলির সকালে কামনা করি, দীপের আড়ালে থাকা সাম্প্রদায়িকতা সহ যাবতীয় অন্ধকার, রাজনীতিক ও বিত্তশালীর তৈরি করা আতঙ্কের অন্ধকার, উচ্চম্মন্যতার অন্ধকার, মনের ভিতরে পোষা সংকীর্ণতার অন্ধকার দূর হোক।