সম্পাদকীয়

যত দিন যাচ্ছে থিম পুজোর রমরমা বাড়ছে। এই নিয়ে এবারে পটুয়াপাড়ায় কথা হচ্ছিল। আমাদের প্রশ্ন ছিল থিম না সাবেকি প্রতিমা, কোনটা আপনারা পছন্দ করেন? বেশিরভাগ শিল্পী জানালেন তারা সাবেকি প্রতিমা গড়তেই বেশি পছন্দ করেন। একজন বললেন- থিমের ঠাকুর তো আর পুজো হয় না।
কথাটা খুবই সত্যি। আমরা আমাদের মাকে ডাকের সাজে,টানা টানা চোখে অসুর বধ, এই দেখতে অভ্যস্ত। কিন্তু প্রতিমার একটা পরিবর্তন এসেছে এটা মানতেই হবে। থিমের প্যান্ডেল অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। বড় বড় চিত্র শিল্পীরাও এখন মন্ডপ সজ্জা করে থাকেন।
এবারে আসি আসল কথায়। এবার কাশী বোস লেনের থিম ছিল- ‘আমি উমা হতে চাই না'( রেড লাইট এরিয়া)। প্যান্ডেল দেখলেই চোখে ভেসে উঠবে উনিশ শতকের বাবু কালচার। খুব মনে পড়ছিল কালীপ্রসন্ন সিংহের ‘হুতুম প্যাঁচার নকশা’ বইটির কথা। এমনও থীম হতে পারে! এক কথায় অসাধারণ।
রীতা পাল