T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় বর্ণালী মুখার্জী

দেবীলক্ষ্মীর আরাধনা
মঙ্গল শঙ্খ বাজিয়ে মা
ঘট পাতি যতনে,
তোমার পায়ের আলপনা মা
শোভা পায় প্রতি ঘরে।।
ধনলক্ষ্মী ঐশ্বর্য তুমি
তুমিই মা সুখদায়িনী,
সৌভাগ্যের বার্তা নিয়ে
আসো মা জগৎ জননী।।
ধান দূর্বা পদ্ম দিয়ে
মা গো বরণ করি তোমায়,
নবসাজে সজ্জিত হয়ে
তুমি আসো মা ধরায়।।
প্রতি গৃহে শোভিত হয়
তোমার মঙ্গলঘট,
শুদ্ধ চিত্তে ডাকলে মাকে
সফল হয় মনস্কাম।।
আয়োজনে আড়ম্বরে
যায় না তোমায় বাঁধা,
অন্তর দিয়ে ডাকলে তোমায়
হও কাঙালিরও তুমি মাতা।।