T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় বর্ণজিৎ বর্মন

লক্ষ্মীপূজো আর আমি
কোজাগরী লক্ষ্মী পূজার দিন আমরা ভীষণ অপেক্ষায় থাকি।
বাবা বলতেন লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী সবার ঘরে ঘরে আসেন। তাই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমার বাড়িতে লক্ষ্মী পূজোর দিনটি যেভাবে সেজে ওঠে । উঠোনে আলপনার সমাহার সেই আলপনার উপরে চাঁদের আলো ঝলমল করে ওঠে। নিম গাছে ডেকে ওঠে লক্ষ্মী পেঁচা।
মা বলতেন ওই পেঁচার ডাকই লক্ষ্মীর আগমন বার্তা। আমরা চার ভাই বোন শুনতাম বাবা মায়ের কথা । অপেক্ষা করতাম কখন লক্ষ্মী আমাদের ঘরে আসবেন ? কত বছর কেটে গেল কত লক্ষ্মীপূজো, মানসাই দিয়ে বয়ে গেল কত জল । দাদা হারিয়ে গেল । বাবা পরলোকে গেছেন ।
অথচ লক্ষ্মী আমাদের বিনানই এর ঘরে আজো এলেন না! তেঁতুলতলা মোড়ে কত ধুলো যদি পায়ে লাগে। আমাদের বাড়ির পেছনটা অন্ধকার হয়ে পড়ে থাকে লক্ষ্মী হয়তো ভয় পান যদি গয়না গুলো হারিয়ে যায়। আজও অপেক্ষার পিঁড়িতে বসে মা বলেন হয়তো আসবে আমাদের ঘরে কোন এক সুবর্ণ দিনে।