T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় মালা মিত্র

দূর্গা এলেন
ঘোড়ায় চড়ে আসছ মাগো
যাবে ঘোড়ায় চড়ে,
একটু খানি চিন্তার ভাঁজ
কপালেতে পড়ে।
ক্ষতি নেই মা জ্যোতির্ময়ী
সাধ্বি চিত্তরূপা,
সর্ববিদ্যা- বহুলপ্রেমা
সংকটনাশিনী,
শুম্ভ নিশুম্ভ সংহারিনি,
মহিষমর্দিনি।
তোমার আসার প্রহর গনি
আমরা তোমার সন্তান মা,
পাবই চরণ খানি।
মধুকৈটববিধ্বংই বিধাত্রি বরদে,
রূপং দেহি,জয়ং দেহি,
যশো দেহি,দ্বিষো জহি।