T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় শীতল বিশ্বাস

আমার উমা
জন্মান্ধ বলে দেখিনি উমাকে
দিদি বা বোন বলে ডাকিনি তাহাকে
কেবলি মা তুমি আমাদের চোখে,অদৃশ্য আকাশে
কখনো জলছুঁই ফড়িংএর বেশে
কখনো জলটই বর্ষার দানায়
কখনো কাশবন বাতাস দোলায়
মৃন্ময়ী তোমার বাস কুমোরের স্নেহে
চিন্ময়ী তোমার রূপ সবাকার গৃহে
কতো শত উমা আছে শরতে শিশিরে
কতো শত উমা থাকে সকলের ঘরে
জন্মান্ধ আমরা তাই দেখিনি তাহারে
জন্মান্ধ আমরা তাই খুঁজিনি হৃদয়।