T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় শুভঙ্কর চট্টোপাধ্যায়

সামান্য এই চাওয়া
জীবন হবে প্রেমের মতো দারুণ, মাখোমাখো
চাই না আমি, এটুকু চাই সঙ্গে তুমি থাকো।
তোমার সঙ্গে না যদি যাই ব্যাঙ্কক বা গোয়া
তাতেই বা কী, আসল কথা আদর নিয়ে ছোঁয়া।
একসঙ্গে যখন থাকি, যায়গা-সময় ভুলে
হাতের ওপর হাত ছুঁয়ে দিই, আঙুল রাখি চুলে।
কেমন যেন শূণ্য লাগে, যখন ছেড়ে আসি
বাস, অটো বা মেট্রো চড়ে মিলিয়ে যায় হাসি।
তাদের মধ্যে অনেক হাসি, আদর এবং মায়া
জমিয়ে রাখি, ওরাই চেনে মনকেমনের ছায়া।
তেমন কিছু চাই না এখন, মাঝবয়সে এসে
বাকিটা পথ তুমিই থেকো এমনি ভালোবেসে।