দেহকে দোতারা মেনে স্নান করতে যায় যারা
যাদের ভ্রমণ মানে তারাদের পথ ধরে হাঁটা
বৈরাগ্যের হাত এসে তাদের শিহরে
শিকারি বেড়াল ছেড়ে পরীক্ষা বানায়
তখনও কি গুবগুব শব্দ তোলে
দোতারার তারে?
বৃহন্নলা সময়েরও দাবি থাকে কত
তহবিলে নিপুণ ঢোকাতে চায়
কর্কটের বিষ
নীলকন্ঠ শুধু পৌরাণিক কথা নয়
কারও কারও এঁটো হওয়া স্বর
বাঁশির ভেতরে থাকা বাঁশিটি বাজায় অহর্নিশ