T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় সুব্রত চৌধুরী

আমার ঊমা
আমার ঊমা পরের বাসায়
গতর খাটে রোজ,
কেমনে কাটে পুজোর ক’দিন
কেউ কী রাখো খোঁজ?
টিনের চালের ফুটো গলে
সুর্যি মারে উঁকি,
উদাস মনে শূণ্য থালায়
দুঃখের আঁকিবুকি।
পুজোর ক’দিন উদোম গায়ে
ছেলে বেড়ায় ঘুরে,
ঊমার মনে ব্যথার বাঁশি
বাজে করুন সুরে।
পুজো এলে টাপুর টুপুর
চোখের লোনা জলে,
আমার ঊমার হৃদয় ভাসে
কান্না অবিরলে।