T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় সবর্ণা চট্টোপাধ্যায়

কলঙ্কমাখা রূপোর চাঁদ
তারপর হঠাৎ কেটে গেল মেঘ-
তোলপাড় আকাশের নিচে সমুদ্রের ছিন্নভিন্ন ঢেউ
কিভাবে থামিয়ে দিতে পারো এত ধ্বংস?
কৃষ্ণ বাঁশির মতো…
দিগন্ত বিস্তৃত মায়া,
থোকা থোকা সাদা ফুলে সেজে ওঠে রাধা।
ভেঙে দাও। গড়ে নাও আবার।
চারদিকে তো তোমারই আলো।
নাই হোক কথা-
আছো, এটুকুই শুধু!
ওই যে গভীর চোখ,
তপ্ত নিঃশ্বাস,
যতদূর ভাবা যায় তার চেয়েও অনেক বেশি?
নাকি প্রতিবার, নাম নিলে, বুঝলে দুচোখের পাতা-
কোথা থেকে এসে ছুঁয়ে দাও ঠিক কলঙ্কমাখা রূপোর চাঁদ!