T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় শঙ্কর ঘোষ(অমর)

আমার উমা
আমার উমা হয় যে ছোটথেকে পিতৃহারা,
বড় হতে তাকে তাই হতে হয় দিশেহারা।
আমার উমা কষ্টে দাদুগৃহে বড় হয়,
ভাই দাদা তাকে নিয়ে মা যে দাদুগৃহে রয়।
আমার উমা লাঞ্ছনা পেয়ে হতে হয় বড়ো,
পাহাড়সম দুঃখ হয় যে জীবনে জড়ো।
আমার উমা করেই কাজ শিশুকাল কাটে,
প্রায়ই মাঠে চড়িয়ে গরু সাঁঝে ফেরে বাটে।
আমার উমা অনেক দিন খায় আধপেটা,
মা বলেন তুই নয় মেয়ে আমার যে বেটা।
আমার উমা ইস্কুলে যায় অবসর পেলে,
তবুও কপালে তার কত কটু কথা মেলে।
আমার উমা একটা জামা পেলে হয় খুশি,
অনেক জামা পাবার কথা বলে তাকে টুসি।
আমার উমা পায়না তাতে মোটেই কষ্ট,
কাজই বড় পড়াকে করে তাই সে নষ্ট।
আমার উমা বছর ষোলোতে বিবাহ হয়,
কষ্ট এবার তার প্রতি অন্য রূপ লয়।
আমার উমা বাপের বাড়ি যায় খুব কম,
কাজের তরে তাকেও নিতে পায় ভয় যম।
আমার উমা সাজেনা দেখি পুজো এলে পরে,
সদা সে পরিবারের কথা ভেবে ভেবে মরে।
আমার উমা অনেক আছে শহর ও গ্রামে,
কেউ তাদের নেয়না খোঁজ গিয়ে ধামে ধামে।