T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় আফজল আলি

ফসিল নগরীর কোণে
স্বপ্ন নির্মাণে পারদর্শী, এত ঘড়ি দেখছ কেন
চাও কি মৃত্যুর ফসিল হয়ে মাঠে মাঠে ঘুরতে
অপূর্ব এক নগরীর কোণে ফান্ড ট্রান্সফার করব
আহা কী স্বাদ এই ফোন-পে ধৈবতে
নদী খল-বল , আকাশ ঘোর অন্ধকার সম
রু-পে কার্ডে এটিএম ব্যবহারে সৌন্দর্য ঝরে যেন
এমন ঝরঝর দিনে যখন সব কষ্ট নির্বাসনে ছিল
যখন জীবন , শিল্প-কর্মীর মতো শ্রম যাপনে ত্রস্ত
দিনগুলো সব , আলাপ-প্রলাপ সব
অতঃপর কেমন যেন এলোমেলো হয়ে গেল
নষ্ট হওয়া সেই সব , অনেক অনেক সিঁড়ির ধাপ
মনকেমন টেনে চলে , মোবাইল সঙ্গী একার।