T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় সব্যসাচী পণ্ডা

বরদা
এ কোন জগৎ আজ দিয়েছ উপহার!
এ তো যেন কোন অজানা ভূমি
যার প্রতিটি সুরতরঙ্গ অচেনা তানে বাঁধা
এত নিষ্প্রাণ প্রাচুর্যে হৃদয়হীনতার দীর্ঘ অবসর।
আমাদের গ্রাম গেছে কবে ভেসে
শহরও যেন ক্রমে নিকষ রাত্রির কালো
একান্ত বাঁচাটুকুও যেন পাপ এ সজল দুয়ারে
সব ছেড়ে যাও তবে,এমনই আহ্বান আসে।…
আত্মঘাতী শিউলীর ঘ্রাণে,ভেজা কাশে
শুকনো মঙ্গল ঘটের সেই হাহাকারে
আশ্বিনের শারদ প্রাতে তুমি এসে তাও দাঁড়ালে অবশেষে…
বলো তবে,ওগো বরদা,তোমায় বরণ করি কীভাবে?