কবিতায় রত্না দাস

সাজলো আকাশ ঘুড়ি
সত্যি বলো যায় কি দেখা রঙবেরঙের ঘুড়ি
কিশোর গলার ভোকাট্টা, ঠিক কোথায় গেল উড়ি!
যে দেব আজ হন পূজিত– তার পজিটিভ ভাইব কই
সব কারখানা ঝোলায় তালা, এখন পিঁপড়ে টানে মই!
বিশ্বকর্মা ডেইটি বুঝি, পাপ্পা বুকসে দেখিনি এমন নাম—
ছিলেন তিনি যন্ত্রদেব, সে যেন কবের ধাম! নেই কোনো কাম…
শিল্প আসে বিদেশ থেকে লগ্নীকারি যদিও দেশের,
মউ কোথায় সই হয়েছে, মাথা ঘামিও না বিশেষ।
ঘটা করে শিলান্যাস, তারপর জমবে তাতে শ্যাওলা—
ভুলেই যাবে লোকজনে, ভাববে ওসব বিগ-দের হাতের ময়লা!
রঙিন ঘুড়ি, বর্ণ ছবি আজ গত স্মৃতির পাতায়—
শিশু, কিশোর মোবাইল হাতে, ফাইভ জি চক্কর মাথায়—