সম্পাদকীয়

ইতিউতি শরতের মেঘ দেখা গেলেও বর্ষাকন্যা কিন্তু এখনো তার বৃষ্টির আঁচল উড়িয়ে চলেছে। নুপুর পায়ে সারাদিন তা থৈ তা থৈ নৃত্যে মেতে আছে। আর তো মাত্র ক’টা দিন। ঘরের মেয়ে উমা আসছে। উমার পুত্র- কন্যাদের নিজস্ব বাহন থাকলেও এবারের আগমন ও প্রস্থান কিন্তু ঘোড়ায়। অশুভ প্রভাবের আশঙ্কা। দেবীর আগমন ও গমন নির্ভর করে শাস্ত্র অনুযায়ী বারের ওপর। যেমন সপ্তমী,রবি ও সোমবার হলে দেবীর বাহন হবে গজ। সপ্তমী,শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া। সপ্তমী,বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা বা পালকি। সপ্তমী,বুধবার হলে দেবীর বাহন নৌকা। একইভাবে দশমী,রবি ও সোমবার হলে দেবীর বাহন গজ। দশমী,শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। তাই এই বছর আগমন ও গমন দুই-ই ঘোড়ায়। শাস্ত্র মতে ঘোড়ায় চড়ে বিদায় মানে ছত্রভঙ্গ স্তরঙ্গমে। অর্থাৎ সামাজিক,রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বৃদ্ধি পায়। এর ফলে রাজায় রাজায় যুদ্ধ হয়,নানারকম অশুভ লক্ষণ দেখা দেয়। মা কি এইসব চাইবেন? সবার মঙ্গল করো। ভালো রেখো মা।