T3 || ঘুড়ি || সংখ্যায় সন্দীপ গাঙ্গুলী

আশ্রয়
মেঘ ঘিরে রাখা দুপুরে আমি সেদিন একলা বারান্দায়
হঠাৎ এক ঝলক সুমন ভেসে আসে….
“বয়স বারো কি তেরো রিকশা চালাচ্ছে
আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে”
লুকোচুরি খেলে এক মুঠো যন্ত্রণা, আম কাঁঠালের রোদ ছায়ায়
হঠাৎ দৃশ্যেরা বদলে যায়
মিঠে আলোর বিকালে
রং বেরংয়ের আসমানী উচ্ছ্বাসে
বহু পথ ফেলে মনের মানচিত্রে তখন রামধনু উল্লাস পেটকাটা চাঁদিয়ালের
আকাশ ঢাকার আনন্দে ইচ্ছেরা ডানা মেলে ফেলে আসা শৈশবে
ছাতিম ফুলের গন্ধমাতাল সন্ধ্যা মিশে যায় পাশের ফ্যাক্টারির আরতির গন্ধ
আলো আঁধারির তুলসীমঞ্চ ভরে ওঠে মায়ের গাওয়া
‘আনন্দধারা বহিছে ভুবনের’ আস্বাদনে
একঝাঁক ভাললাগায় ডুবে যায় আমার একাকিত্ব…