T3 || ঘুড়ি || সংখ্যায় প্রদীপ্ত সামন্ত

আকাশ ঘুড়ি

উড়ছে ঘুড়ি পৎ পৎ পৎ
নীল আকাশে,
ছোট্ট থেকে ছোট্ট হয়ে
উড়ে বাতাসে ।
বৃষ্টিস্নাত রোদ ঝলমল
সাদা পেঁজা মেঘ,
সোঁ সোঁ বায়ু এধার ওধার
বাড়ছে রে বেগ ।
কখনো উঠে কখনো নামে
কখনো খায় বোঁ ,
কখনো বা কেটেই পালায়
লাগায় চোখে ভোঁ ।
হাতে লাটাই মাঝের সুতোয়
রয়েছে রে যোগ,
কেটে গেলেই পালায় ঘুড়ি
হয় যে‌ বিয়োগ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।