কবিতায় শান্তনু ভট্টাচার্য

স্মৃতির গন্ধ
প্রায় নিভে আসা ছাই এর মধ্যে
হঠাৎ বাতাস ঢুকে গেলে — দপ করে জ্বলে ওঠে আগুন
ফেলে আসা স্মৃতি
কোনো পুরোনোপাত্র থেকে চলকে যায়
ফ্ল্যাসব্যাকে আবছা কোলাজ…
রাতজাগা ইউনিভার্সিটির ক্যাম্পাস হয়ে
চিপক্যান্টিনের কোনের টেবিল ছুঁয়ে কলেজ স্ট্রীটের ট্রাম রাস্তায় ভুলবশত হাত ছুঁয়ে গেলে তোমার করতল
আবহে খুলে যেতে থাকে- বারবার পড়া
এক উপন্যাসের পাতার পর পাতা
এখনো বিকেলের পড়ন্ত রোদের মতো
মাঝেমাঝে নতুন বইয়ের থেকে
পুরনো বইয়ের গন্ধ ভালো লাগে
ভালোবাসা টনটন করে বাজে…