কৌতুক নাট্য-নাটিকায় দেবাশীষ মণ্ডল

হাস্যরস- মাতাল ও পুলিশের কথোপকথন
আর বলবেন না সে দিন এক মাতাল কে এক পুলিশ এরেষ্ট করেছেন।তা তাদের কথোপকথন চলছে এই রকম ভাবে—-
মাতাল।ধরেছেন কেন! ছেড়ে দেন।ছেড়ে দেন। আমি তো আজ মাল খায়নি।
পুলিশ।মাল খাওনি তো কি হয়েছে।আচ্ছা তোমাকে তো ছেড়ে দেব বলে তো ধরিনি ।তবে কেন ছেড়ে দেব বাবা।এখন তো তোমাকে মোটেই ছাড়া যাবে না।ধরেছি কি ছাড়ার জন্য।তবে ধরলাম কেন।
পুলিশ।তবে ধরলেন কেন বলুন! আজ আমাকে এরেষ্ট করা কেন হল পুলিশ তুমি জবাব দাও।
পুলিশ।আচ্ছা তোমাকেও তবে জবাব দিতে হবে।
তুমি কি বিয়ে করেছ?
মাতাল।না স্যার আমি তো এখনো বিয়ে বোধ হয় করনি। আমার তো বেশ মনে পড়ছে না।
পুলিশ।মনে তখন পড়ছে না। তুমি নিশ্চয়ই বিয়ে করনি।কারন যারা বিয়ে করে তারা কখনো বৌ ভুলে যাবার সাহস করেনা। আচ্ছা বাড়ি তে তো তোমার বৌ নেই।তবে তোমার এখানে থাকতে অসুবিধা কোথায় তুমি ভেবে চিন্তে বলো।
মাতাল।বৌ নেই তো কি হয়েছে। তবু আমি বাড়ি যাব আমাকে ছেড়ে দিন।আমাকে থানা কেন আনলেন?
পুলিশ। আমি তোমাকে থানায় কেন আনলাম তার জবাব আমি তোমাকে অবশ্যই দেব ক।তবে তার আগে তোমাকে জবাব দিতে হবে আজ কেন তুমি মাল খাওনি, মানে মদ খাওনি কেন?
মাতাল।মাল খায়নি কেন ,কেন খায়নি তার জবাব আমি কেন আপনাকে দেব। আমার ইচ্ছে হয়নি তাই আজ আমি মাল খায়নি তাতে আপনার কি কোন ক্ষতি হয়েছে।
পুলিশ।না আমার কোন লাভ বা ক্ষতি তো হয়নি। কিন্তু কি বলব তোমাকে।মানে আচ্ছা মানুষ মাইরি তুমি। তুমি মাল না খেলে আমার কি আছে। আজকে তুমি মাল খাওনি এতে তুমি অনেক বড় ক্ষতি করেছ দেশের দশের রাষ্ট্রের । আচ্ছা এই সোজা ব্যাপার টা কেন তোমাকে বোঝাতে হবে আমি তো এটা ভেবে পাচ্ছি না বুঝেছ।
মাতাল।কেন আমি আবার দেশের কি ক্ষতি করলাম ।আমি তো সাদা সিধে একজন লোক
পুলিশ।দেখ তুমি লোকটা তেমন হও।এতে কিছু রায় আসেনা বুঝেছ। কিন্তু তুমি কেন বুঝতে পারছো না।সাদা সিধে হলে তো বেশী কষ্ট মেলে।তুমি আজ মাল খাওনি কেন।
মাতাল। আমিও তো কিছুই বুঝতে পারছি না।কেন আমি মাল খায়নি আমি তো মাল প্রতিদিন খায়। কিন্তু এতে দেশের কি ক্ষতি হল।আমি করলাম।
পুলিশ।কি করনি তুমি ! তুমি তো অনেক কিছুই করে ফেলেছ। তুমি আজ মাল খাওনি। এবার কাল খাবেনা।এ ভাবে মাল না খেতে খেতে তুমি একদিন মাল খাওয়া ছেড়ে দেবে।আচ্ছা তুমি না মাল খাও সেটা বড় কথা নয় বুঝলে । কিন্তু তোমার দেখা দেখি যদি আর সব মাতাল মাল খাওয়া বন্ধ করে দেবে।দেশে কেউ মাল খাবে না। তাহলে এত এত মালের দোকান চলবে কি করে।দেখবে সব মালের দোকান বন্ধ হয়ে যাবে আর এর ফলে দেশের কত বড় অর্থনৈতিক ক্ষতি হবে। তুমি তা হিসাব করে দেখেছ।
(খুব চিন্তা করে।তার পর বলে-)
মাতাল। না দেশের এ ক্ষতি আমি কিছু তেই হতে দেবনা স্যার।এ মালের দিব্যি খেয়ে বলছি আজ থেকে আমি রোজ মাল খাব।
পুলিশ। ও আচ্ছা! আচ্ছা! ঠিক আছে তোমাকে আজ আমি এমনি ছেড়ে দেব। কিন্তু দেখ এ ভুল যেন আর করো না বুঝেছ ।যাও এবার তুমি মাল খেয়ে মহানন্দে বাড়ি যাও। আমি একটু বিশ্রাম করবো।
মাতাল। ঠিক আছে স্যার আজ থেকে আমি প্রতিদিন মাল খাব ।কেউ আমাকে আটকাতে পারবে না।
পুলিশ।দেখ কেষ্ট কেউ আটকাতে পারবেনা বল না।আজ তুমি বিয়ে করনি কাল যখন বিয়ে করবে তখন তোমার যদি বৌ আটকায় তখন কি করবে ?
মাতাল।আপনাকে কে বলল আমি বিয়ে করিনি। কিন্তু আমি বেশী কিছুই করবো না শুধু বৌ কে সন্তুষ্ট করতে আমি মাল খাওয়া ছেড়ে দেবনা। শুধুমাত্র লুকিয়ে লুকিয়ে মাল খাব আর লুকিয়ে লুকিয়ে বাড়ী ফিরে ঘুমিয়ে পড়ব।তবু মাল খাওয়া কিছুতেই ছাড়তে পারব না।প্রয়োজনে বৌ ছেড়ে দেব তবু মাল আমি কিছুতেই ছাড়তে পারব না স্যার।
পুলিশ।(চুমু খেয়ে)এই তো ভালো ছেলের মত কথা। তুমি মাল কখনো ছাড়বে না তোমাকে আমার পুরো বিশ্বাস আছে।তোমাকে দেখলেই বোঝা যায়।যাও এবার বাড়ি যাও মাল খেয়ে বাড়ি যাও এই নাও কুড়ি টাকা নাও।(টাকা দেয়)
মাতাল। (টাকা নিয়ে)ঠিক আছে স্যার। আপনি আমাকে ছেড়ে দিলেন সঙ্গে আপনি আমাকে মাল খেতে কুড়ি টাকা দিয়েছেন এই যথেষ্ট মাল খাওয়া না খাওয়াটা আমার ব্যাপার স্যার এই কথাটা আমি আমার বৌ কে বুঝিয়ে বলব । আমার বৌ কে বুঝলেন স্যার। (চলে যায়)
পুলিশ।হ্যা হ্যা ঠিক আছে ঠিক আছে ।এ্যা—-!(মাথায় হাত দিয়ে বসে পড়ে)
(শেষ)