প্রবাসী ছন্দে জসিম মুহাম্মদ রুশনী (বাংলাদেশ)

একগুচ্ছ মিষ্টি কবিতা (শ্রাবণসন্ধ্যা কাব্যরাগ)
১
মিষ্টি আদুরে চোখের কোণে
এক ঝিলিক উষ্ণ আভা,
কপোলে খেলছে ঢেউ প্রণয়ের
পরিপাটি চুলের বিনুনিতে
ঝুলে ঝুলে আছে প্রেম
এ যেন একপ্রস্ত বনলতা সেন।
২
মায়ার মায়াবী চাহনিতে
উড়ে আসে শঙ্খচিল
তেপান্তরে ফেলে আসা স্মৃতি
চোখের জরোয়ায় মেখে নেয়
মিষ্টি ঠোঁটে দুষ্টুমির আঁচড় কেটে
লিখে যায় খেয়ালি বাউল এক।
৩
কোনও এক মায়াবী বিকেলে এসে
কবিতার ঝর্ণায় স্নান করে নিও
থরে থরে সাজানো পঙক্তির বিছানায়
উষ্ণতার চিহ্ন রেখে যেয়ো,
অতঃপর একদিন
মায়াবী প্রহর গুনে গুনে
শীৎকার শিহরণ বয়ে দিও ঝড়োবেগে
কবিতার হাটে সেদিন ক্রেতারা ভীড় জমিয়ে দেবে।
৪
শ্রাবণের সন্ধ্যায় দুটি পাখি বসে
তাকিয়ে ছিলো তোমার দিকে,
ভীষণ হিংসে হচ্ছিলো আমার
হট করে তাড়িয়ে দিলাম;
পাখিরা গেলো
আমার পাখিটা ডানা ঝাপটে উঠলো
আমি ঝুলবারান্দায় কদম শুঁকে শুঁকে
তোমার চুল এলোমেলো করে দিলাম
সেই থেকে রোজ সন্ধ্যায়
আমরা অভিসারে নামি আনমনে।