কবিতায় বলরুমে পার্থ সারথি চক্রবর্তী

দোলাচল

বসন্তের ঝরাপাতা
– পুরনো স্মৃতি –
খোলস ছাড়ে- নব সাজের আশায়।

পলাশের শাখায়
– রক্তবর্ণের বন্যা –
হৃদয়ের আনন্দ – দিন বদলের অপেক্ষায়।

শিমুলের দীর্ঘছায়ায়
– ফ্ল্যাশব্যাকে শৈশব –
অনাবিল মোহ – না ফেরার ঠিকানায়।

প্রজাপতির ঝাঁক
– উড়ন্ত যৌবন –
দমকা হাওয়া- ফাল্গুনের অভিমানী বেলায়।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।